Admission Notice

 উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বি.এম) শাখার শিক্ষার্থীদের ২০১৯-২০ শিক্ষাবর্ষে (২য় বর্ষে) পূণঃভর্তি বাধ্যতামূলক যে সমস্ত শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়ে ২য় বর্ষে উন্নীত হয়েছে, শুধুমাত্র তাদের ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা সেশন চার্জ পরিশোধ করে পূণঃভর্তি হতে হবে। আর যারা পরীক্ষায় অংশ গ্রহণ করে নাই বা অকৃতকার্য হয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা ও তৎসহ সেশন চার্জ দিয়ে পূণঃভর্তি হতে হবে। উল্লেখ্য যে, ১ জুলাই/২০১৯ থেকে তাদের ক্লাশ শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে পূণঃভর্তি হয়ে ক্লাশে যোগদানে ব্যর্থ হলে তাদের প্রমোশন/চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়া হবে না।  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।